advertisement
advertisement

জয়পুরহাটের সেই তিন রোগী করোনা আক্রান্ত নন

জয়পুরহাট প্রতিনিধি
১ এপ্রিল ২০২০ ০০:০০ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ০০:৪৫
advertisement

জয়পুরহাটের গোপীনাথপুর আইএসটির আইসোলোশনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কালাই ও ক্ষেতলালের সেই তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের জীবাণু পায়নি আইইডিসিআর কর্তৃপক্ষ। সোমবার রাতে জেলা সিভিল সার্জনকে দেওয়া এক ই-মেইল বার্তায় নিশ্চিত করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা স্থানীয় সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের ওই তিন রোগীকে গত শনিবার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে করোনা ভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে ৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়াও এ পর্যন্ত জয়পুরহাটের ৫ উপজেলায় মোট ৩২২ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলেও বর্তমানে রয়েছেন ১৬৩ জন। মেয়াদ শেষ হওয়ায় বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

advertisement