আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন আগে সামান্য জ্বর অনুভব হওয়ায় গত বুধবার টেস্ট করিয়েছিলেন তিনি। বিষয়টি শফিউল আলম চৌধুরী নাদেল নিজে নিশ্চিত করেছেন।
শফিউল আলম চৌধুরী নাদেল এখন বাসায় আছেন এবং সুস্থ আছেন। সিলেটসহ দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেছেন।