সিলেটের ওসমানীনগরে (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার অফিসের একজন পরিদর্শক (৪০) ও ইউএনও অফিসের একজন পরিচ্ছন্নতাকর্মী (২৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
গতকাল শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে পাঠানো এক বার্তায় তাদের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।
করোনায় আক্রান্ত ওই পুলিশ পরিদর্শক পরিবার নিয়ে সিলেট শহরে বসবাস করেন। সেখান থেকেই ওসমানীনগর থানার সার্কেল অফিসে এসে দায়িত্ব পালন করেন তিনি।
আর ইউএনও অফিসের পরিচ্ছনতাকর্মী উপজেলার ভার্ড হাসপাতালের পাশে ভাড়া বাসায় থাকেন। তার বাড়ি সুনামগঞ্জের বিস্বম্ভরপুর উপজেলায়।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব উল্লাহ চৌধুরী জানান, ওসমানীনগর সার্কেল অফিসের এক পরিদর্শক ও ইউএনও অফিসের এক পরিচ্ছন্নতাকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও ইউএনও মোছা. তাহমিনা আক্তারকে অবহিত করা হয়েছে।