advertisement
advertisement

সিলেটে চিকিৎসকের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২০ ১৪:২৪ | আপডেট: ২৩ মে ২০২০ ১৪:৫১
প্রতীকী ছবি
advertisement

করোনাভাইরাসের আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ। তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।

ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ বলেন, ‘রুটিন ডিউটি হিসেবে গত ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত করোনা রোগীদের সেবায় হাসপাতালে ডিউটি করি। ডিউটির শেষ দিন আমিসহ আমার সকল সহকর্মীর করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল পরীক্ষা শেষে কেবলমাত্র আমি করোনা আক্রান্ত হয়েছি বলে শনাক্ত হয়।’

তার কোনো শারীরিক উপসর্গ দেখা দেয়নি এবং আপাতত হোম আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।

advertisement