মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদ থেকে সারমিন বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নদে ভাসমান সারমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূর স্বামী আকাশ শেখ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ আকাশ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আনোয়ার হোসেন।
জানা যায়, এক বছর আগে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সঙ্গে সারমিনের বিয়ে হয়। সারমিন শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের আয়নাল ভুইয়ার মেয়ে।
সারমিনের ভাই সিরাজ ভুইয়ার করেন, স্থানীয় এক নারীর সঙ্গে আকাশের পরকীয়া প্রেম চলছিল। তার বোন প্রেমে বাধা দেওয়ায় আকাশ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সিরাজ ভুইয়া জানান, গতকাল শুক্রবার সকালে সারমিন শিবচর উপজেলার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন। ওইদিন দুপুরে স্ত্রী সারমিনকে ঈদের বাজার করার জন্য ফোন করে টেকেরহাট আসতে বলেন আকাশ। স্বামীর ফোন পেয়ে টেকেরহাটের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় সারমিন।
ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্ত করার মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।