advertisement
advertisement

সিলেটে করোনায় মৃত বেড়ে ২৪

সিলেট ব্যুরো
২ জুন ২০২০ ২৩:৫৪ | আপডেট: ৩ জুন ২০২০ ০০:০৩
advertisement

সিলেটের কানাইঘাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টায় ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি (৭৫) মারা যান।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কানাইঘাট উপজেলার বিরধল গ্রামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন।’

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বারিউল করিম খান জানান, করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ২৮ মে রিপোর্ট পজিটিভ আসে। ২৯ মে তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে।

প্রসঙ্গত, সিলেট বিভাগে গতকাল সোমবার একদিনেই করোনা কেড়ে নিয়েছে ৪ জনের প্রাণ। যা সিলেটে এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা। এর মধ্যে শুধু জেলারই তিনজন, বাকি একজন সুনামগঞ্জের।

অপরদিকে, মঙ্গলবার ভোরে শামসুদ্দিন হাসপাতালে কানাইঘাটের আরেকজনের মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪। এর মধ্যে শুধু সিলেট জেলায় ১৮, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন।

advertisement