advertisement
advertisement

লঞ্চে স্বাস্থ্য সুরক্ষা না মানলে ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
৪ জুন ২০২০ ১৮:৫৪ | আপডেট: ৪ জুন ২০২০ ১৯:০১
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : আমাদের সময়
advertisement

লঞ্চে স্বাস্থ্য সুরক্ষা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি শিমুলিয়ার মাওয়া ঘাটে এসে দেখেছি, কোনো কোনো যাত্রী স্বাস্থ্য সুরক্ষা মানছেন, আবার কেউ মানছেন না। আমরা প্রশাসনকে বলেছি- মোবাইল কোর্ট এবং যথাযথ ব্যবস্থা নিতে। আমরা যে নীতিমালা করে দিয়েছি তা অবশ্যই অনুসরণ করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু শিমুলিয়া বা ইলিয়াছ আলী ঘাট নয়, বাংলাদেশের যতগুলো জায়গায় লঞ্চ চলে প্রত্যেকটি জায়গায় আমাদের পক্ষ থেকে নীতিমালা অনুসরণে চাপ প্রয়োগ করছি। স্থানীয় প্রশাসন, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ সকলেই কিন্তু কাজ করছে। যেখানেই বিধিভঙ্গ হচ্ছে সেখানেই ব্যবস্থা নিচ্ছি।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক সরকার, আমরা কখনো আক্রমণাত্বক হতে পারি না। আমরা জনগণের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি ৯৫% মানুষ নীতিমালা অনুসরণ করছেন আর ৫% অনুসরণ করছে না। কোভিড-১৯ যে সংক্রামক ব্যাধি, আমরা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবো বলে মনে করছি। আমাদের সামনে ভালো দিন অবশ্যই আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ সদস্য (পরিপরি) মো. দেলোয়ার হোসেন, বিআইডব্লিউটিএ বন্দর পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ-পুলিশের এসপি মো. ফরিদ, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন, শিমুলিয়া ঘাট নৌ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবীরসহ অনেকে।

advertisement