advertisement
advertisement

সুস্থ হওয়ার পর আবার করোনায় আক্রান্ত চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২০ ২২:১৮ | আপডেট: ৪ জুন ২০২০ ২২:৪১
advertisement

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার কিছুদিন পর আবার করোনায় আক্রান্ত হয়েছেন বরিশালের এক চিকিৎসক। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন নামের ওই চিকিৎসক করোনা থেকে সম্পূর্ণভাবে সেরে ওঠার পর গত ২০ মে কাজে যোগ দেন। এর ১০ দিনের মাথায় গতকাল বুধবার রাতে পাওয়া রিপোর্টে তার শরীরে আবারও করোনা শনাক্ত হয়।

ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘গত ১৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২০ এপ্রিল পরীক্ষায় আমি জানতে পারি, আমিও করোনায় আক্রান্ত। কিছুদিন পর রিপোর্ট নেগেটিভ আসে এবং ২৭ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ছেড়ে বাসায় চলে যাই।’

এই চিকিৎসক বলেন, ‘২০ মে আবার কাজে যোগদানের পর একজন মাকে বাঁচাতে প্লাজমা দানের সিদ্ধান্ত নেই। এই উদ্দেশ্যে ২৬ মে ঢাকায় গিয়ে সেদিনই বরিশালে ফিরে আসি। নিয়মিত ডিউটি করতে গিয়ে জ্বর-কাশির লক্ষণ দেখা দেয়। যদিও প্রথমবার এসবের কোনো লক্ষণই আমার ছিল না। তাই ৩০ মে আবার কোভিড টেস্টের জন্য নমুনা দেই। ২ জুন রিপোর্ট পজিটিভ আসে।’

এখন তিনি আগের মতো আবার আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

advertisement