advertisement
advertisement

ইনজুরিতে হিগুয়েন

ক্রীড়া ডেস্ক
৬ জুন ২০২০ ০০:০০ | আপডেট: ৫ জুন ২০২০ ২২:৩০
advertisement

করোনা আতঙ্ক পাশ কাটিয়ে মাঠে ফিরতে চলেছে ইতালিয়ান লিগ সিরি এ। অনুশীলন শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তবে অনুশীলন শুরু করেই চোটে পরেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েইন। দলের আর্জেন্টাইন স্ট্রাইকারের চোটের বিষয়টি বৃহস্পতিবার টুইট করে জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। টুইটে বলা হয়েছে, আজকের (বৃহস্পতিবার) অনুশীলন চলাকালে হিগুয়েইন ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন। সামনের দিনগুলোতে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’ ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাই কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফিরতি লেগে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী ১২ জুন নিজেদের মাঠে হতে পারে ম্যাচটি, প্রতিপক্ষ এসি মিলান।

advertisement