advertisement
advertisement

ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ ৯জন করোনা আক্রান্ত

দৌলতখান প্রতিনিধি
১৮ জুন ২০২০ ১৯:৫১ | আপডেট: ১৮ জুন ২০২০ ২১:১৬
advertisement

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন রতন কুমার জানান, নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে চারজনই দৌলতখান উপজেলা চেয়ারম্যানের পরিবারের সদস্য।

নতুন আক্রান্তরা হলেন, বাংলাবাজার পুলিশ ফাঁড়ির দুজন সদস্য, উত্তর জয়নগর ইউনিয়নের চালতাতলী এলাকার একজন, ব্যাংক কর্মকর্তা একজন ও দৌলতখান হাসপাতালে কর্মরত একজনের পরিবারের এক সদস্য। এ ছাড়া গতকাল বুধবার রাতে আসা পজিটিভ রিপোর্টে ১৪ জনের মধ্যে আগের চার রোগীর পুনরায় পজিটিভ আসে।

দৌলতখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

advertisement