advertisement
advertisement

মা-বাবাসহ ক্রিকেটার অপুর করোনা নেগেটিভ

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২০ ১২:৪৯ | আপডেট: ১ জুলাই ২০২০ ১২:৪৯
নাজমুল ইসলাম অপু
advertisement

জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু তিনি নন, তার মা-বাবারও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ বুধবার সকালে দৈনিক আমাদের সময়কে করোনা নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

এর আগে গত ২০ জুন নমুনা পরীক্ষায় ক্রিকেটার অপুসহ তার মা-বাবার করোনা পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন এই ক্রিকেটার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। করোনার সময় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনা দুর্গতদের সাহায্য করেছেন তিনি। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

কাজের অংশ হিসেবে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন অপু। সেখান থেকে আসার পরই করোনার আক্রান্ত হন এই ক্রিকেটার।

advertisement