advertisement
advertisement

নোটিশ বোর্ড
সেপ্টেম্বর থেকে খুবিতে দ্বিতীয় টার্মের অনলাইন ক্লাস

৪ জুলাই ২০২০ ০০:০০
আপডেট: ৩ জুলাই ২০২০ ২২:৩৬
advertisement

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টার্মের ভার্চুয়াল ক্লাস চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে এ সিদ্ধান্ত নেন। এর আগে চলতি জুলাই থেকে আগামী আগস্ট মাসের মধ্যে যেসব ডিসিপ্লিনের প্রথম টার্মের কিছু অংশ এখনো বাকি আছে তা সম্পন্ন করার আহ্বানও জানানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য সহজভাবে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন এবং যেসব ক্ষেত্রে থিসিস জমা হয়েছে সেসব ক্ষেত্রে অনলাইন ডিফেন্স গ্রহণের বিষয় নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর ব্যাপারে ইতোমধ্যে দুই মাস ধরে বিভিন্ন জরিপ ও সুবিধা-অসুবিধা নিরূপণের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ইন্টারনেট, বিদ্যুৎ সুবিধার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এসব বিষয়ে কর্মরত দুটি কমিটির থেকেও বেশ কিছু তথ্য ও সুপারিশ পাওয়া যাবে। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণে উৎসাহিত করতে সার্বিক সুবিধার দিক নিয়েও কাজ চলছে।

advertisement