advertisement
advertisement

আরও ৮৮ করোনা রোগী
নওগাঁ উপজেলায় চেয়ারম্যান ইউএনও আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি
৪ জুলাই ২০২০ ০০:০০ | আপডেট: ৩ জুলাই ২০২০ ২২:৫০
advertisement

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন মন্ডলসহ নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২২ থেকে ২৮ জুন পর্যন্ত জেলায় সংগৃহীত মোট ৭২০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৯৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বগুড়া জেলার তিনজন এবং দ্বিতীয়বার পরীক্ষায় আবারও দুজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া জেলায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বদলগাছীতে ৮, পতœীতলায় ২, মহাদেবপুরে ৬, পোরশায় ৫, সাপাহারে ৮, ধামইরহাটে ১২, মান্দায় ৫ ও নিয়ামতপুর উপজেলায় ৫ জন রয়েছেন। একইভাবে জেলায় গত ২৪ ঘণ্টায় নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনিসহ আরও ২২ জন করোনা মুক্ত হয়েছেন।

advertisement