কালকিনিতে মো. আকবার হোসেন সরদার নামের এক অসহায় কৃষকের ১৩০০ লাউ গাছ কেটে দেওয়ার পাশাপাশি একটি পুকরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। গতকাল শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে।
কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের মো. আকবার সরদার একই এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের খাইরুল আলম সুজনের কাছ থেকে দুই একর জমি লিজ নিয়ে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ১৫০০ লাউ গাছ লাগান। একই জমিতে একটি পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। কিন্তু গতকাল ভোরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে এবং বাগানের প্রায় ১৩০০ লাউ গাছ কেটে ফেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালকিনি থানার এএসআই অভিজিৎ বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।