advertisement
advertisement

হাতেই পানি খাচ্ছে সাপ

আমাদের সময় ডেস্ক
৭ জুলাই ২০২০ ০০:০০ | আপডেট: ৭ জুলাই ২০২০ ০১:০৯
advertisement

সাপকে সচরাচর সবাই ভয় পায়। সেখানে যদি দেখা যায় যে, একটা সাপ মানুষের হাতের তালুর ওপর চুমুক দিয়ে পানি খাচ্ছেÑ তা হলে কে না অবাক হবে! সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দা। ওই ভিডিওতে দেখা গেছে, একটি সুন্দর সবুজ সুতোর

মতো লিকলিকে সাপ হাতের তালুতে রাখা পানি পান করছে।

ভিডিওটি শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ আবার এমন সুন্দর ভিডিও দেখার পর কমেন্টের মাধ্যমে নিজেদের উৎসাহ-উদ্দীপনা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে বলা চলেÑ লকডাউনের একঘেয়েমির দিনে মাঝেমধ্যে এমন ভিডিওগুলো দেখতে সবারই ভালো লাগছে। সাপের এমন আচরণ দেখে নেটিজেনরা বেশ চমকে গেছেন আর খুশিও হয়েছেন।

advertisement