বলিউডের সুপরিচিত অভিনেতা জগদীপ আর নেই। গত বুধবার (৯ জুলাই) মুম্বাইয়ে নিজের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা অজয় দেবগণ টুইট করে তার মৃত্যুর খবরটি প্রথমে জানান। তার পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে হিন্দি ছবির জগতে তিনি পরিচিত ছিলেন জগদীপ নামেই।
বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৮১ বছর। ‘শোলে’, ‘পুরানা মন্দির’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ৭০ ও ৮০-র দশকে অনেক ছবিতে কমেডিয়ানের চরিত্রে দেখা গেছে জগদীপকে। তার ব্যতিক্রম কণ্ঠ এবং পর্দায় ভিন্ন রকমের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। ‘শোলে’ ছবিতে সুরমা ভুপালির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। ছবিতে তার কণ্ঠে আলোচিত সংলাপ ‘মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায়’ এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে। জগদীপ বলিউড অভিনেতা ও নৃত্যশিল্পী জাভেদ জাফরি ও নাভেদ জাফরির বাবা।