advertisement
advertisement

৪৯ বছর পর বিদ্যুৎ পেল কমলাপুরবাসী

নবীগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২০ ০০:০০ | আপডেট: ১১ জুলাই ২০২০ ০২:১৯
advertisement

স্বাধীনতার ৪৯ বছর প্রতীক্ষার পর হবিগঞ্জ নবীগঞ্জের কমলাপুর গ্রামের মানুষ বিদ্যুৎ সংযোগ পেলেন। গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ মিটার সংযোগের মধ্য দিয়ে কমলাপুর গ্রামের মানুষের মুখে হাসি ফোটে।

বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিশ্চিত করে করগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য ফণী ভূষণ দাশ আমাদের সময়কে বলেন, করোনা মহামারীর আগে আগে হবিগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদারের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ঝগড়া হওয়ায় কাজ ফেলে চলে যায় ঠিকাদার। এক পর্যায়ে ঠিকাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ না করে গ্রাম ছেড়ে চলে যায়। এতে শঙ্কায় পড়ে কমলাপুরের মানুষ। বিদ্যুতের দাবিতে স্থানীয়রা হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অঞ্চলের উপমহা ব্যবস্থাপকসহ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন জানালেও গত এক বছরে কোনো কাজ হয়নি।

স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমাদের সময় পত্রিকায় ‘বাতির নিচে অন্ধকার’ শীর্ষক একটি প্রতিবেদন গত ২৭ জুন প্রকাশিত হয়। এরপর পল্লী বিদ্যুতায়ন বোর্র্ড ও হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের টনক নড়ে।

advertisement
Evaly
advertisement