advertisement
advertisement

স্টোকসের নতুন নজির

ক্রীড়া প্রতিবেদক
১২ জুলাই ২০২০ ০০:০০ | আপডেট: ১২ জুলাই ২০২০ ০০:১৪
advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন নজির দেখালেন তারকা এই অলরাউন্ডার। টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও ১৫০ উইকেট শিকারের কীর্তি দেখালেন তিনি। এই নজির দেখাতে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তার চেয়ে একটি কম ইনিংস খেলে দ্রুততম অলরাউন্ডারের খেতাবটি ওয়েস্ট ইন্ডিজের গ্রেট গ্যারি সোবার্সের দখলে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফকে ফিরিয়ে অর্জনের মুকুটে নতুন পালক যোগ করেন স্টোকস। ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামসহ ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ভারতের কপিল দেব ও নিউজিল্যান্ডের গ্রেট ড্যানিয়েল ভেট্টরির পাশে নিজের নাম লেখালেন ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান অধিনায়কও। তাদের সবার টেস্টে ৪ হাজার রান ও ১৫০ উইকেট শিকারের নজির রয়েছে। ১৪ ওভারে ৪৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন স্টোকস। নতুন নজির গড়ায় আইসিসিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে স্টোকসের ছবি দিয়ে সম্মান জানিয়েছে। দীর্ঘ বিরতির পর সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়েই করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই ফিরল ক্রিকেট। ২০৪ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ইংল্যান্ডের। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৩১৮ রান করে ১১৪ রান লিড নিয়েছে।

advertisement
Evaly
advertisement