advertisement
advertisement

ইংল্যান্ডে যেতে চান ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক
১২ জুলাই ২০২০ ০০:০০ | আপডেট: ১২ জুলাই ২০২০ ০০:১৪
advertisement

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১১৬ দিন বন্ধ থাকার পর অবশেষে সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে মাঠে ফিরল ক্রিকেট। আবারও মাঠে ক্রিকেট ফেরার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। ক্রিকেটকে মাঠে ফিরতে দেখে উচ্ছ্বসিত সবাই।

তাই বিশ্ব ক্রিকেটের স্বার্থে নিজ দলকে নিয়ে ইংল্যান্ড সফরে যেতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আবার ক্রিকেট ফিরেছে। ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফরে আমাদেরও যাওয়া উচিত।’

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ এখনো বিদ্যমান। বিশ্বকে আতঙ্কের মধ্যে রেখেছে এই মহামারী। তার পরও ক্রিকেটকে মাঠে ফেরাতে অস্থির ছিল ইসিবি। অবশেষে সফল হয়েছে তারা। সব ধরনের সুরক্ষাবলয় দিয়ে ক্রিকেটকে মাঠে ফিরিয়েছে ইসিবি। এমনকি আগামী দুমাসের টানা সূচিও ঘোষণা করেছে ইসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেশের মাটিতে ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনায় আছে ইসিবি।

সফরটি এখনো নিশ্চিত নয়, তবে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে যাওয়া উচিত বলে মনে করেন ল্যাঙ্গার। নিজ দেশের স্থানীয় সংবাদমাধ্যমকে ল্যাঙ্গার বলেন, ‘আমি মনে করি, বিশ্ব ক্রিকেটের স্বার্থেই আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিত। ক্রিকেটের কারণেই আমাদের সফরটি করা উচিত। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি আমাদের সামনে বড় উদাহরণ তৈরি করেছে। ইসিবি সর্বাত্মক সুরক্ষাবলয় দেওয়ার চেষ্টা করছে। তার পরও সবার মধ্যে শঙ্কা কাজ করছে। কিন্তু সব সমস্যার সমাধান খুঁজে বের করে ইংল্যান্ড সফর আমাদের করা উচিত।’

আগের সূচি অনুযায়ী এ মাসেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। তবে আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার চেষ্টা করছে ইসিবি। অস্ট্রেলিয়ারও তাতে সায় রয়েছে। আর এবার ইংল্যান্ড সফরের জন্য নিজেই ইচ্ছা প্রকাশ করলেন ল্যাঙ্গার। সেই সাথে অস্ট্রেলিয়ার মাটিতেও দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হোক, এমনটা চান ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমরা অন্য দেশে সফর করতে চাই। আমরা এটিও চাই, আগামী ডিসেম্বরে ভারতও আমাদের দেশে আসুক। ক্রিকেট আবারও নিজের রূপে ফিরে আসুক, আমরা মনেপ্রাণে এমনটাই চাচ্ছি।’

advertisement
Evaly
advertisement