advertisement
advertisement

করোনায় আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট

বিনোদন ডেস্ক
১২ জুলাই ২০২০ ১৪:৪০ | আপডেট: ১২ জুলাই ২০২০ ১৪:৫৭
র‌্যাচেল হোয়াইট। পুরোনো ছবি
advertisement

বলিউডে একের পর এক এক দুঃসংবাদ। অমিতাভ বচ্চন ও অভিষেকের পর এবার প্রাণঘাতী কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক নায়িকা। বলিউডের অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট নিজেই জানিয়েছেন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা।

গতকাল শনিবার রাতে এক টুইটবার্তায় এই অভিনেত্রী লিখেছেন, আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এজন্য সবাই প্রার্থনা করবেন।

বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় র‌্যাচেল হোয়াইট। যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘উংগলি’ ছবির সুবাদে। এতে তার বিপরীতে ছিলেন ইমরান হাসমি। টলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ‘দেবী’ ছবিতে। পাশাপাশি বহু বিজ্ঞাপনেও দেখা গেছে র‌্যাচেল হোয়াইটকে।

advertisement