advertisement
advertisement

কুয়েতের মসজিদে জুমার নামাজের অনুমতি মিলল

কুয়েত প্রতিনিধি
১৩ জুলাই ২০২০ ০৯:৪৬ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ০৯:৪৬
ছবি : আমাদের সময়
advertisement

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে মসজিদসহ উপসনালয়গুলো। পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফেরার কর্মসূচি হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ওয়াক্ত নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়। এরই অংশ হিসেবে আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ ক্ষেত্রে অবশ্য কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু শর্ত জারি করেছে। শর্তগুলোর মধ্যে হলো-

১/ জুমুআর নামাজের ৩০ মিনিট আগে মসজিদ উন্মুক্ত করা হবে,

২/ সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৫০ বছর বয়স্কদেরই মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া রয়েছে,

৩/ প্রত্যেক মুসল্লি অবশ্যই নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে যাবেন এবং ব্যবহার করবেন,

৪/ জুমুআর খুতবা সংক্ষিপ্ত হবে অর্থাৎ ৫ মিনিট এবং তুলনামূলক ছোট সুরা পড়তে হবে,

৫/ শরীরের তাপমাত্রা চেক করে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। যাদের শরীরের তাপমাত্রা ৩৭.৫ অধিক হবে, তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

তবে মসজিদগুলোতে বাংলা ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় জুমার খুতবা পাঠ করা হবে না। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত আরবি ভাষায় খুতবা হবে।

advertisement