advertisement
advertisement

সুন্দরবনে আবারও বাঘের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২০ ১৭:১৩ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৭:৪৩
মৃত অবস্থায় উদ্ধারকৃত বাঘ
advertisement

পায়ে ক্ষতসহ সুন্দরবনে একটি মৃত বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগ জানিয়েছে, এক সপ্তাহ ধরে বাঘটি আন্ধারমানিক বন ফাঁড়ির আশপাশে ঘোরাফেরা করছিল ও সেখানকার পুকুর থেকে পানি খাচ্ছিল। বন বিভাগের স্থানীয় কর্মীরা ভয়ে আর বের হয়নি। গত শুক্রবার দুপুরে এটির ঘোরাফেরার স্থানে মাছি উড়তে দেখে বন ফাঁড়ির কর্মীরা সেখানে গিয়ে বাঘটিকে মৃত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা। তিনি জানান, বাঘটির পায়ে ক্ষত ছিল। তবে এটিকে গুলি করে বা বিষ প্রয়োগে হত্যা করা হয়নি। এই বাঘটির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বনবিভাগ। এজন্য মৃত বাঘটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

খুলনা জেলা প্রাণী সম্পদ কমকর্তা এস এম আউয়াল হক জানান, নারী বাঘটির বয়স হয়েছিল ১৪ বছর। এটি লম্বায় ছিল প্রায় সাত ফুট। ময়না তদন্ত শেষে বাঘটির চামড়া সংরক্ষণ করা হয়েছে।

এ নিয়ে পাঁচ মাসের ব্যবধানে দুটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গত ৩ ফেব্রুয়ারি সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছ থেকে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। সেই বাঘটির এক পা বিচ্ছিন্ন ছিল।

এর আগে গত বছরের আগস্টে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়।

advertisement