advertisement
advertisement

মাশরাফি ‘নেগেটিভ’, স্ত্রী এখনো ‘পজিটিভ’

অনলাইন ডেস্ক
১৪ জুলাই ২০২০ ২২:৩২ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ০০:৪০
স্ত্রী সুমনা হক সুমির সঙ্গে মাশরাফি বিন মোর্ত্তজা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
advertisement

করোনাভাইরাসকে জয় করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তবে তার স্ত্রী সুমনা হক সুমি এখনো করোনা ‘পজিটিভ’ রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান মাশরাফি।

মাশরাফি তার স্ট্যাটাসে লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি ‘

তিনি লেখেন, ‘এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক লেখেন, ‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

করোনা আক্রান্তদের সাহস রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

advertisement