বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গতকাল সংগঠনটির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে একদিকে করোনার আক্রমণ। তারই মাঝে দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের নির্দেশে সংশ্লিষ্ট জেলাগুলোর যুবলীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানানো যাচ্ছে।
এ বিষয়ে যুবলীগ সাধারণ সম্পাদক
নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ মানবতার কল্যাণে কাজ করছে। করোনার মতো বন্যাকবলিত মানুষের পাশে যুবলীগ থাকবে, আমরা সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।