advertisement
advertisement

ভূত রূপে চিরকুটের সদস্যরা!

বিনোদন প্রতিবেদক
৩০ জুলাই ২০২০ ১৪:৫৬ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৫:০০
‘ভূত সামলাও’ গানের শুটিংয়ের একটি দৃশ্য
advertisement

সবার পরনে কালো আলখাল্লা। কারও চোখের মনি বড় আবার কারও স্বাভাবিক। কারও আবার কপালে আঘাত, কারও হাতে। এ যেন ভূতের মেলা। এমনই পাঁচ ভূত এক হয়েছেন গানের জন্য! গেয়েছেন করোনাকালীন গান। কোয়ারেন্টিনে এই সময়ে মজা করেই ভূত রূপে মিউজক ভিডিওতে হাজির হয়েছেন চিরকুট ব্যান্ডের সদস্যরা।

গানের শিরোনাম নাম ‘ভূত সামলাও’। এর কথা লিখেছেন সুমি নিজেই। ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। আর নতুন এই গানটি তারা গেছেন শিশুদের জন্য।

ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি বলেন, ‌‘করোনার এই দিনগুলোতে আমরা সবাই বাসায় আটকে আছি। এই সময়টাতে যেন অবসাদ ঘিরে না ধরে আর বাচ্চাদের সময়ও যেন আরও ভালো কাটে, সেজন্যই গানটি করা। ঈদে বড় ও ছোট বাচ্চাদের জন্য আমাদের উপহার এটি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, ছোটদের কিছু একটা উপহার দিতে। সেখান থেকেই গানটি লেখা। আর কিছুদিন আগে, আমার শিল্প নির্দেশনায় একটি বিজ্ঞাপন তৈরি করেছিলাম। সেটিও ভূত নিয়ে। সেসময় আমি অভিনয় না করলেও ভূতের সাজ নিয়েছিলাম। সেটা নিয়েই এবার গানে হাজির হয়েছি।’

ঈদ উপলক্ষে ‘ভূত সামলাও’ গানটি চিরকুটের ফেসবুক পেজ ও ইউটিউবে আজ অবমুক্ত করা হয়েছে।

advertisement