advertisement
advertisement

কোরবানির মাংস খাওয়া হলো না হাবিবুল্লাহ্’র

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১ আগস্ট ২০২০ ১৬:৪৪ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১৮:৪১
প্রতীকী ছবি
advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা ‍উপজেলায় ঈদের নতুন জামা পরা ও কোরবানির মাংস খাওয়ার সুযোগ হলো না হাবিবুল্লাহ্ নামে এক শিশুর। আজ শনিবার ঈদের দিন সকালে পুকুরে ডুবে দুই বছর বয়সী এ শিশুর মৃত্যু হয়েছে। হাবিবুল্লাহ্ উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে আবদুল করিমের ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোসলের পর খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হাবিবুল্লাহ্। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন। এরপর দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলেও জানান ওসি।

advertisement