advertisement
advertisement

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ১০

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৫
advertisement

রাজধানীর গুলশান-১ এ একটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নাভানা টাওয়ার নামে এক ভবনের ‘হিজামা থেরাপি সেন্টার এন্ড বডি ম্যাসাজ’-এ অভিযান চালিয়ে কমপক্ষে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গুলশান থানা পুলিশ এ তথ্য জানায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্পা সেন্টারটিতে অভিযান চালায় তারা। বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় সেখানে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং স্পা সেন্টারটি পতিতাবৃত্তির কাজে ব্যবহার করা হতো বলেও স্বীকার করেছে।

স্পা সেন্টার থেকে গ্রেপ্তার হওয়া ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

advertisement
Evaly
advertisement