নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের গৃহবধূকে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি ইস্রাফিল হোসেন মিয়া (২২) আত্মসমর্পণ করেছে। পরে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইস্রাফিল মধ্য একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সীবাড়ীর আমিন উল্যার ছেলে।
পিবিআই ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, ঘটনার পর থেকে পলাতক থাকা ইস্রাফিল বুধবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে জামিন চায়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ইস্রাফিলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে। পরবর্তী তারিখে এ বিষয়ে শুনানি হবে।
একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ভিকটিমের বাবার বাড়ি। গত ২ সেপ্টেম্বর রাতে তার আগের স্বামী দেখা করতে ঘরে ঢোকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। পরে রাত ১০টার দিকে সে তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ আনে। সেই সঙ্গে তারাও কুপ্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই নারীকে মারধর শুরু করে, একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ঘটনার প্রায় এক মাস পর গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগর মাধ্যমে ছড়িয়ে পড়েল দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত এবং অপরাধীদের আশ্রয়দাতাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।