বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আদহাম (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন। বুধবার ভোরে বাইশাফাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আদহাম তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাশেমের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বাইশাফাড়ি সীমান্তে বন্দুকযুদ্ধে ইয়াবাকারবারি আদহাম নিহত হয়েছেন। এ সময় দুই বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও দেশীয় একটি একনলা বন্দুক জব্দ করা হয়।