উপমহাদেশে পুরুষের কাজ ও নারীর কাজের আলাদা সমাজের পরিচিত দৃশ্য। যেন পুরুষরা বাইরে অফিস, ব্যবসা ও কৃষিকাজ করবেন আর নারীরা ঘরের কাজ করবেন। কিন্তু এখন উল্লেখযোগ্য সংখ্যক নারী বাইরের কাজ করছেন। সেই তুলনায় পুরুষ কি ঘরের কাজ করছেন? সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের ১০ শতাংশেরও কম পুরুষ রান্না করা, থালাবাসন ধোয়া, কাপড় কাচার মতো ঘরোয়া কাজে হাত লাগান বা নারীদের সাহায্য করেন। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলা এ সমীক্ষার ফল সামনে এসেছে। এ সমীক্ষায় ৬ বছরের বেশি বয়সী ৪৫ লাখেরও বেশি পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের সারাদিনের কাজ-কর্মের খুঁটিনাটি বিষয় জিজ্ঞাসা করে তার উত্তরের ভিত্তিতে এ ফল প্রকাশ করা হয়েছে। ষজি নিউজ