আগামীকাল ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের জন্মদিন। ৮০তম জন্মদিনের আগে ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী পেলে বলেছেন, ‘আমি ৮০ বছরে পা রাখতে চলেছি। বিশ্বের যেখানেই গিয়েছি সেখানেই দরজা খোলা পেয়েছি। আমি যখন ঈশ্বরের কাছে যাব সেখানেও এমন দরজা খোলা পাব আশা করি। এজন্য আমার ভালোবাসার ফুটবলকে ধন্যবাদ জানাই। আমার স্বাস্থ্য এখনো ভালো রয়েছে। সে জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ পেলেকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে ধরা হয়ে থাকে। তিনি ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন ১৯৫৮ সালে।