ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল আমিরাতের উদ্দেশে বিমান ধরেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। গতকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে উড়াল দেন তারা। বিমান ধরার আগে জাহানারা ফেসবুকে লিখেছেন, ‘টি-টোয়েন্টি চ্যালেঞ্জের (ডব্লিউআইপিএল) জন্য দুবাই যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’ আইপিএলে সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারা খেলবেন ভেলোসিটি দলের হয়ে। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাহানারার ভেলোসিটি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভার। পরের দিন পরস্পরের মুখোমুখি হবেন সালমা ও জাহানারা। ৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএল নিয়ে নিজ প্রত্যাশার কথা জানাতে গিয়ে সালমা বলেছেন, ‘অনেক বড় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। ভালো খেলে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। অলরাউন্ডার হিসেবে দুই বিভাগেই নিজের সেরাটা দেখাতে চাই।’ জাহানারার প্রত্যাশা এবার চ্যাম্পিয়ন হওয়া। গতবার তার দল ভেলোসিটি ফাইনালে হেরে গিয়েছিল সুপারনোভার কাছে। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান সংগ্রহ করে ভেলোসিটি। হারমানপ্রিত কাউরের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয়ী হয় সুপারনোভা। ফাইনালে ভেলোসিটির সেরা বোলার ছিলেন জাহানারা। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নিজের পর পর দুই ওভারে নাতালি সিভার ও সোফি ডিভাইনকে বোল্ড করেন এ পেসার। জাহানারা জানান, ‘গতবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলাম। আফসোস রয়ে গেছে নিজের শেষ ওভারটা নিয়েও।’ ইনিংসের ১৬তম ও নিজের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছিলেন জাহানারা। তিনি জানান, এমন পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চেষ্টা করবেন।