ইউরোপের যারা এলিট ক্লাব রয়েছে তারা ফিফার প্রেষণায় নতুন ইউরোপিয়ান সুপার লিগের আশায় রয়েছে। ইতোমধ্যে কথাবার্তা চলছে। কোনো কিছুই নিশ্চিত নয়। এর ফলে গ্লোবাল ফুটবলে নতুন একটি দিগন্ত উন্মোচন হবে বলে ধারণা করছে স্কাই নিউজ। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও সেই আশায় রয়েছে। কয়েক দিন আগেই এ দুই ক্লাব ইংল্যান্ডে ‘বিগ পিকচার’ প্রজেক্ট করতে চেয়েছিল।
যারা বড় ক্লাব তারা দুর্যোগকালে একটি ফান্ড তৈরি করবে অন্যদের জন্য। প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এদিকে শোনা গেছে ইউরোপের ১২টির বেশি ক্লাব আগ্রহী সুপার লিগের ব্যাপারে।
২০২২ সাল থেকে এটা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬ বিলিয়ন ডলার বাজেট হচ্ছে বলেও শোনা গেছে। ইউরোপের সেরা ৫টি লিগ থেকে ১৮টি ক্লাবকে বেছে নেওয়া হবে।