করোনা ভাইরাস মহামারীর কারণে অনেক দিন খেলাধুলা বন্ধ ছিল। করোনাপরবর্তী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। তবে সিরিজ চলাকালে খেলোয়াড়দের ‘বায়ো বাবল’ বা ‘জৈব সুরক্ষা বলয়ে’ থাকতে হচ্ছে। অনভ্যস্ততার কারণে এমন পরিবেশে থাকাটা খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলছে। ইংল্যান্ডের সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক এউইন মরগান মনে করেন, এভাবে ক্রিকেট খেলা সম্ভব নয়। সতীর্থদের উদ্দেশে তিনি বলেছেন, খেলোয়াড়রা চাইলে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন। ইংল্যান্ড করোনাপরবর্তী জুলাইয়ে দেশের মাটিতে আতিথ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে। আগামী মাসে তাদের সাউথ আফ্রিকা সফরের কথা রয়েছে। আর এখন চলমান আইপিএলে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। সবখানেই ‘বায়ো বাবল’ বা ‘জৈব সুরক্ষা বলয়ে’ তাদের থাকতে হচ্ছে। মরগান বলেছেন, কোভিড-১৯ মহামারীর সময়ে ইংল্যান্ডের খেলোয়াড়রা যদি বায়ো সুরক্ষিত বলয়ে খেলে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে তবে তারা সফর থেকে সরে আসতে পারবেন।