‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতার’ ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। গতকাল পল্টন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩-০ সেটে খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আজ দুপুরে ফাইনালে মুখোমুখি হবে আনসার ও পুলিশ।