আর্সেনালের প্রিমিয়ার লিগের দলে সুযোগ না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন মেসুত ওজিল। গুঞ্জন রয়েছে আর্সেনালের হয়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে তার। গতকাল একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। জার্মানির হয়ে তিনি বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া বড় বড় ক্লাবে খেলেছেন তিনি।