চিরিরবন্দর উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরি দল কাঁকড়া নদীতে তল্লাশি চালিয়ে কৃষ্ণচন্দ্র রায় (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। সে উপজেলার আউলিয়াপুকুর গ্রামের ষষ্টিচন্দ্র রায়ের ছেলে। চিরিরবন্দর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সারোয়ার হোসেন জানান, উপজেলার আউলিয়াপুকুর গ্রামের কৃষ্ণচন্দ্র রায় গত মঙ্গলবার দুপুর ২টায় বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরে যায়নি। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গতকাল সকাল ১০টায় চিরিরবন্দর থানায় নিখোঁজ সংবাদটি অবগত করেন।
গতকাল দুপুর ১২টায় উপজেলা ফায়ার সার্ভিস ডুবরি দল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কাঁকড়া নদীতে তল্লাশি চালিয়ে কৃষ্ণের লাশ উদ্ধার করে।