ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবির হাতে ২৭ জন আটক। গতকাল বুধবার ভোরে তাদের আটক করা হয়। বিজিবির প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে আসা ১০ জনকে উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে আটক করে এবং একই গ্রাম থেকে ভারতে প্রবেশকালে ৮ জনকে আটক করে। অন্যদিকে শ্যামকুড় বিওপির টহল দল ভারত থেকে আসা ৫ জনকে আটক করে এবং যাদবপুর বিওপির টহল দল ভারত থেকে আসা ৪ জনকে আটক করে।
এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।