বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে অংশ নিতে বিএনপি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। উৎসবমুখর পরিবেশে গতকাল দুপুর ১২টায় উপজেলার সান্তাহার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। এ উপলক্ষে এক আলোচনা সভাও হয়। সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মজিবর রহমানের সভাপতিত্বে ও কমিটির অন্যতম সদস্য এমএফ সিদ্দীকি গুড্ডু এহসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। আরও বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু প্রমুখ।
সভা শেষে মেয়র পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার ১ নম্বর সদস্য লায়ন ফরিদ আহমেদ ও সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান টিটু। এ ছাড়া কাউন্সিলর পদে ৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।