দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রাউজান অংশে ১২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মৃত কাতল মাছ ভেসে উঠেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মাছটি হালদা নদীতে ভেসে ওঠে। মাছটির শরীরে আঘাতের চিহ্ন ছিল না।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, একটি মৃত কাতল মাছ ভেসে উঠেছে বলে খবর পেয়েছি। পরে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাছটি উদ্ধার করেছেন। বিষয়টি হাটহাজারী ইউএনওকে জানিয়েছি। মাছটি পচে যাওয়ায় হাটহাজারী নির্বাহী কর্মকর্তা ইউএনওর তত্ত্বাবধানে নদীর পাড়ে মাছটিকে পুঁতে ফেলা হয় বলে জানান তিনি।