চলতি অর্থবছরের বাজেটে বিড়িতে বাড়ানো ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার ও বিড়ি শ্রমিকদের ৬ দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া েেজলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল কুষ্টিয়া মজমপুর গেট সংলগ্ন শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিবেন তারা।
কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।