সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সুইটি আক্তার স্মৃতি (৪) ও ফারজানা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃত সুইটি ওই গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে ও ফারজানা গিয়াস উদ্দিনের মেয়ে। গতকাল স্মৃতিদের বাড়িতে আসে ফারজানা। পরে তারা দুজন পুকুরপাড়ের একটি জায়গায় বসে খেলাধুলা করছিল। বেলা ১টার দিকে বাড়ির লোকজন স্মৃতি ও ফারজানাকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।