সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২১ জেলের কারাদ- দিয়েছেন এবং জব্দ করে ধ্বংস করেছেন ২৫ হাজার মিটার কারেন্ট জাল। মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচির যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।
এ সময় অবৈধভাবে মাছ আহরণকারী ২১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- এবং জব্দকৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।