কিশোরগঞ্জের তাড়াইলে ২০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। গ্রেপ্তার মাদককারবারি আ. রাজ্জাক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দরনগর গ্রামের আ. সোবান-এর ছেলে। আ. রাজ্জাক ধলা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জের তাড়াইলের ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় আ. রাজ্জাকের গোয়ালঘরের ভিতর তল্লাশি চালিয়ে ২শ ইয়াবা উদ্ধার করে। এ সময় আ. রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক রাজিব আহমেদ জানান, গ্রেপ্তার ওই মাদককারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল সে।
তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে কোর্টের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।