শৌখিন থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘ধুম্রজ্বালা’র উদ্বোধনী মঞ্চায়ন আগামীকাল। বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী শুরু হবে। অপূর্ব কুমার কু-ুর রচনা ও হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় এতে অভিনয় করবেন জাবেদ হামিদ, প্রিয়াংকা, নাইম, আবদুল্লাহ আল নোমান, সাকিব, ফারহানা হামিদ, আজমিরা, ইউসা, আবিদা সুলতানা, জুয়েল, সানোয়ার, শাওন সুমন ও মো. তারেক। প্রদর্শনীর আগে থাকছে নাটক নিয়ে আলোচনা। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্ত রঞ্জন দাস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামানসহ অনেকে। সভাপতিত্ব করবেন শৌখিন থিয়েটারের প্রধান নির্বাহী হামিদুর রহমান পাপ্পু।