বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো. জাবের (১৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর শরণার্থী এমদাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবের ও তার ভাই মো. হোসেন সীমান্তের নো’ম্যান্স ল্যান্ড এলাকায় একটা কাজে যায়। এ সময় সীমান্তের ৪০ নম্বর পিলারের কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় জাবের। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. দেলোয়ার হোসেন। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের পর থেকে বাংলাদেশ সীমান্তঘেঁষে কয়েক কিলোমিটারজুড়ে স্থলমাইন পুঁতে রাখার অভিযোগ রয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।