ময়মনসিংহের ধোবাউড়ায় লিনা মানখিন নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর চুল কেটে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নিরঞ্জন আজিম, বধনা চিরান, টুনটুন চিরানসহ প্রায় ১৫ জনের একটি দল ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ঢুকে মালামাল লুটপাট ও ভাঙচুর করেছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী জানান, তাকে বাড়িতে একা পেয়ে মারধরসহ চুল কেটে মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে স্পর্শকাতর স্থানে ছিটিয়ে দেওয়া হয়। এ সময় যন্ত্রণায় ছটফট করতে থাকলে প্রতিপক্ষ নিরঞ্জন আজিমসহ অন্যরা শৌচাগার থেকে নোংরা পানি এনে তার মুখে দেয়। পরে স্থানীয়রা আহত লিনাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত শুক্রবার লিনা মানখিন বাদী হয়ে ধোবাউড়া থানায় ১৫ জনকে আসামি করে মামলা করলে গতকাল সকালে তা নথিভুক্ত হয়। ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামিদের আটকের চেষ্টা চলছে।