নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক অরুণ কুমার রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গত শুক্রবার রাতে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
জানা গেছে, নিহত অরুণ কুমার রায়ের স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগের উপপরিচালক হিসেবে খুলনায় নিযুক্ত রয়েছেন। এক ছেলে প্রকৌশলী এবং মেয়ে চিকিৎসক হওয়ায় সবাই বাড়ির বাইরে অবস্থান করেন। শুক্রবার সকাল থেকে মোবাইল ফোনে কেউ সাড়া না পেয়ে সন্ধ্যায় স্থানীয়রা ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে মই বেয়ে ঘরে প্রবেশ করে শয়নকক্ষে মৃত অবস্থায় অরুণ রায়কে পাওয়া যায়।
নড়াইল সদর থানার কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যকা-ের রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।