সদর উপজেলার তেবাড়িয়া হাটে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেন তিনি। পরে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়।