মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রোহিঙ্গাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জনই রোহিঙ্গা। এ সময় নগদ ৯০ হাজার টাকা জব্দ করে। সংবাদের ভিত্তিতে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকা থেকে গত শনিবার বিকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে। একই দিন তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা থেকে আরও একজনকে আটক করে। গতকাল তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। রোহিঙ্গা নারী-পুরুষরা হলেন- আজু বেগম, নুরজাহান, নুর বেগম, জিয়া বল, সুমাইয়া আক্তার, শাকিলা, নুর কায়দা। এ ছাড়া লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে আটক করে মো. রাজেশকে।
গতকাল দুপুরের দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মো. আনিচুর রহমান। তিনি জানান, মুক্তারপুরের একটি বাড়ি থেকে ৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। তাদের কাছে ৯০০ পিস ইয়াবা ও ৯০ হাজার টাকা পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে আরও একজনকে আটক করে। এ ঘটনায় গতকাল সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।